ডায়ালসিলেট ডেস্ক::নগরীতে এক পুলিশ কনস্টেবলের স্ত্রী আত্মহত্যা করেছেন। রবিবার সকালে পরিবারের সবার অগোচরে তিনি ফ্যানের সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, রবিবার (২৩ আগষ্ট) সকালে নগরীর মজুমদারিস্থ এরশাদ কুটির ৮ নম্বর বাসায় দক্ষিণ সুরমা থানার কনস্টেবল বাসুদেব মল্লিকের স্ত্রী সানন্দা মল্লিক (৩৮) ফ্যানের সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জ্যোতির্ময় সরকার আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে সিলেট প্রতিদিনকে জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

