সিলেট নগরে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) আনুমানিক বিকেল ৪টার দিকে নগরের নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক মোটরসাইকেল আরোহী নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে পৌঁছামাত্র দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে তাৎক্ষণিকভাবে নাইওরপুল পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার সোবহানিঘাট ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সুদীপ দাস জানান, দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় মেলেনি।

