Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়ালসিলেট ডেস্ক :: শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন বৃত্তবান ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (০৯ মে) দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ইয়াকুব-রাজিয়া শিক্ষা ট্রাষ্ট কর্তৃক অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করলে আমাদের সন্তানদের জন্যই উপকার হবে। তারা উন্নত শিক্ষা পরিবেশ পাবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ তৌফিক বকস্, ইঞ্জিনিয়ার কবিরুজ্জামান ইয়াকুব, ডা শহিদুজ্জামান ইয়াকুব, একে জিল্লুর রহমান।
এসময় নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন আর শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে মেয়রের হাতে ১ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেন ইয়াকুব-রাজিয়া শিক্ষা ট্রাষ্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নছিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা ইয়াছমিন, সহকারি প্রধান শিক্ষিক লুৎফুর রহমান চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেদ আহমদ, সাধারন সম্পাদক বদরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান, সমাজবেসী সিরাজুল ইসলাম।-বিজ্ঞপ্তি

