ডায়াল সিলেট রিপোর্ট :: সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। নজরুল জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গতকাল বিকেল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন স্বরূপ গান, কথা, কবিতা ও নৃত্যের সমন্বয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান, যার শিরোনাম ছিল ‘চির উন্নত মম শির’।
জেলা কালচারাল অফিসার সিলেট অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ এবং বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী বিজন কান্তি রায়।
এর পরপরই আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় কবির রচিত গান, কবিতা এবং গানের সাথে নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগ, একাডেমী ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস, অনির্বান শিল্পী গোষ্ঠী, মৃত্তিকায় মহাকাল, ললিত মঞ্জরী ও নৃত্যরথ দলীয় পরিবেশনা উপস্থাপন করেন। একক সংগীত পরিবেশনায় ছিলেন বিজন কান্তি রায়।
এদিকে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তীতে জাতীয় শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল সেনা সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ কাজী জালালী উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে র্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় শিশু কিশোর কল্যাণ প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল সেনা সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক আমিনুর রহমান শিবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িকতার প্রতীক। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তাঁর লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালিক, সহকারী প্রধান শিক্ষক মোর্শেদা রহমান চৌধুরী, সংগঠনের সদস্য ফিরোজা আক্তার, তানিয়া সুলতানা, অ্যাডভোকেট আব্দুল হাফিজ, মো. আলমগীর হোসেন, অধ্যক্ষ পান্না জান্নাত, সাখাওয়াত হোসেন ও সেলিনা আক্তার।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
অন্যদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ মহসিন।

