ডায়ালসিলেট ডেস্ক :: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীণা ও দোলন-চাঁপা হল দু’টি খুলছে ২৫ অক্টোবর।
Thank you for reading this post, don't forget to subscribe!শুক্রবার ( ১ অক্টোবর ) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল দুটির জন্য নীতিমালা প্রণয়ণের কাজ চলছে। নীতিমালা প্রনয়ণ শেষে এ হল দুটিও খোলার বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩৭তম একডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় গৃহীত অন্যান্য উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো- শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে উপস্থিত হওয়ার বিষয়টি বিভাগের এখতিয়ারে রাখা হয়েছে। ২৫ অক্টোবরের পরে থেকে বিভাগগুলো তাদের বিভাগীয় কমিটির সিদ্ধান্তের আলোকে সশরীরে শিক্ষার্থীদের ক্লাশ নিতে পারবে।
এছাড়া শিক্ষার্থীদের করোনাকালীন একাডেমিক কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে বিভাগগুলো একা ডেমিক ক্যালেন্ডার তৈরি পূর্বক নির্ধারিত বিভিন্ন ছুটি কাটছাঁট করেও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে।
ডায়ালসিলেট/এম/এ/

