বিনোদন ডেস্ক :অনেক সিনেমাতেই কাজ করেছেন চিত্রনায়িকা পরীমনি। কাজ করেছেন দেশীয় ওটিটিতেও। সেসবের মাধ্যমে প্রশংসিতও হয়েছেন। তবে গত দুই বছরের হিসাব বেশ আলাদা। এই সময়ে খুব বেছে কম সংখ্যক কাজই করেছেন এ নায়িকা। এরমধ্যে নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন। কলকাতার ‘ফেলুবকশী’ শিরোনামের একটি সিনেমায়ও কাজ করেছেন। আর এবার ভারতের ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে তার ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। আগামী ৮ই নভেম্বর এটি মুক্তি পেতে যাচ্ছে। আর তার আগেই গতকাল মুক্তি দেয়া হয় এর ট্রেলার। রাজধানীর আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে ‘রঙিলা কিতাব’ এর ট্রেলার লঞ্চ করা হয় গতকাল সন্ধ্যায়। এতে পরীমনি ও সিরিজটির পরিচালক অনম বিশ্বাসসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরীমনি বলেন, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। কারণ হইচইতে আমার প্রথম কাজ। দুই বাংলার দর্শক কীভাবে নেবে এটি তার জন্য অপেক্ষায় আছি। বিভিন্ন কারণে অপেক্ষাটা দীর্ঘ হয়েছে। তবে আশা করছি ‘রঙিলা কিতাব’ মুক্তি পেলে সবার মনে ধরবে।
Thank you for reading this post, don't forget to subscribe!এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।

