আজ মঙ্গলবার (২১এপ্রিল ২০২০ইং) পর্যন্ত দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৩৪ জন এবং মারা গেছেন ৯ জন ।এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন ও করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১১০জন । এ নিয়ে ২৪ঘন্টায় ২জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৭জন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ মঙ্বাগলর (২১ই এপ্রিল ২০২০ইং) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআরের মহা পরিচালক আছমা সুলতানা।
ব্রিফিংয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

