বিনোদন ডেস্ক::নতুন প্রেমের গুঞ্জনে ভাসছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সাগর কিনারে রাতের অন্ধকারে অন্তরঙ্গ ভঙ্গিতে প্রেমিকের সঙ্গে সারার ছবি এখন নেটাগরিকদের চর্চায়। অভিনেত্রীর প্রেমিক জেহান প্রথমে পোস্ট করেছেন সেই ছবি। তার পোস্ট করার পরেই একই ছবি সারা নিজের সামাজিক পাতায় পোস্ট করতেই নড়ে বসেছেন সবাই। নেটাগরিকেরা কিন্তু দুইয়ে দুইয়ে চার করে ফেলার অনেক উপাদান পেয়েছেন। যেমন, যুগলে রং মিলিয়ে পোশাক বেছেছেন। জেহানের পরনে নরম গেরুয়া রঙের শার্ট। সাদার উপর একই রঙের স্ট্রাইপ দেওয়া বারমুডা।
Thank you for reading this post, don't forget to subscribe!সারা উষ্ণ নরম গেরুয়া রঙের হট ড্রেসে। জল্পনা আরও বেড়েছে রি-পোস্টে ‘তোমায় ভালবাসি’ কথাটা দেখে। এ কথা ছবির উপরে লিখেছেন স্বয়ং সারা। শুধু তাই নয়। জেহান-সারার ছবি তোলার ভঙ্গি বলছে, তারা এর আগেও সম্ভবত এক সঙ্গে সময় কাটিয়েছেন। কে এই জেহান হন্ডা? বলিউড সংবাদমাধ্যম বলছে, সারার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সহকারি পরিচালক ছিলেন জেহান। সেখান থেকেই আলাপ। সেই আলাপ হঠাৎই ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে। গুঞ্জন, ইদানিং পরস্পরকে প্রায়ই নাকি ম্ম্বুইয়ের নানা জায়গায় এক সঙ্গে দেখা যাচ্ছে।
এম/

