ডায়াল সিলেট ডেকস
Thank you for reading this post, don't forget to subscribe!আওয়ামী লীগ সরকার পতনে এক দফার বর্ষপূর্তি ও দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। আজ রোববার বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত হলে সমাবেশ শুরু হয়
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ সমাবেশ শুরু হয় । আজ রোববার বিকেল চারটার দিকে এ সমাবেশ শুরুর কথা থাকলেও এক ঘণ্টা পর শুরু হয়।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সঞ্চালনায় এতে উপস্থিত রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নেতা–কর্মীরা মিছিল নিয়ে এসে যোগ দিয়েছেন। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত রয়েছেন।

