ডায়ালসিলেট ডেস্ক:হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বয়লার বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নাসির উপজেলার গোপীবাগ এলাকার আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি বয়লারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার ওসমানী সড়কের টেকাদীঘি বয়লারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বয়লারের শ্রমিক নাসিরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন পাঁচ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারের চুলা অনেক দিনের পুরাতন। হয়তো এ কারণেই বিস্ফোরণ ঘটতে পারে।

