ডায়ালসিলেট ডেস্ক::নাটোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড সংখ্যক ১৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা নাটোরে এখন পর্যন্ত আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৯ জনের। শনাক্তের হার ৩৩.৮০ শতাংশ।
এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২৭৪০ জন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে করোনা ইউনিটের ৫০ বেডের বিপরীতে উপসর্গ সহ করোনায় আক্রান্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১০৯৭ জন।
এদিকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় করোনা রোধে জেলা প্রশাসন ঘোষিত দু’দফায় ১৪ দিনের কঠোর লকডাউনের আজ ১২তম দিন। প্রতিদিনের মতো আজও সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর অবস্থান নিয়ে যানবাহন ও জনসাধারণ চলাচল সীমিত করার কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।।

Thank you for reading this post, don't forget to subscribe!

এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *