ডায়ালসিলেট ডেস্কঃঃ সিদ্ধিরগঞ্জে পোশাককারখানার শ্রমিক এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পাঠানটুলির নতুন আইলপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!গ্রেপ্তার দুজন হলেন সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার সোহেল আকন্দ (২৮) ও বাগেরহাটের চিতলমারী থানার কচুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩০)। তাঁরা উভয়ই পোশাক কারখানায় কাজ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, রাতে পোশাককারখানার কাজ শেষে বাড়ি ফেরার পথে সোহেল ও নুরুল পূর্বপরিচিত ওই কিশোরীকে তাঁদের সঙ্গে ডেকে নেন। পরে নুরুল ইসলামের ভাড়া বাসায় নিয়ে কিশোরীকে দুজনে মিলে ধর্ষণ করেন। পরে ওই কিশোরী বাড়িতে ফিরে তাঁর বড় বোনকে ঘটনাটি জানালে তিনি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা করেন। রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়।

