২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারীর যাবজ্জীবন দণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:;নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলা করে ৫১ জনকে হত্যার দায়ে ব্রেন্টন টারান্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী হামলার অভিযোগ স্বীকার করে নেন টারান্ট।
চলতি সপ্তাহে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের কয়েক ডজন সদস্যের উপস্হিতিতে আদালতে শুনানি হয়। তাদের সবাই হত্যাকারী টারান্টের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নুর ও লিনউড মসজিদে হামলা চালান ব্রেন্টন টারান্ট। মসজিদ দু’টিতে জুমার নামাজের সময় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালায় সে।

এ/০১