ডায়াল সিলেট ডেস্ক :: কেউ ট্রেনে ভ্রমণের নিজের টিকিট অন্য কারও কাছে হস্তান্তর বা বিক্রি করলে জেল-জরিমানা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (১৩ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে অনলাইন বা মোবাইল অ্যাপ থেকে নিজে টিকিট কেটে রেলভ্রমণ করতে যাত্রীসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে অন্যের নামে কেনা টিকিটে রেলভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে রেল কর্তৃপক্ষ।
রেলপথ মন্ত্রণালয় বলছে, ট্রেনে ভ্রমণের জন্য কেনা টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদি টিকিট হস্তান্তরযোগ্য নয় এবং এটি কেবল যে ব্যক্তি বা যাত্রীর ভ্রমণের জন্য দেওয়া হবে, সেই ব্যক্তি এবং তাতে সুনির্দিষ্টভাবে যেসব স্থানে বা মধ্যে ভ্রমণের অনুমতি প্রদান করা হবে, সেই স্থানগুলোর মধ্যে প্রযোজ্য হবে।
এতে আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি ট্রেনে ভ্রমণের নিজ টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদি টিকিট কারও কাছে হস্তান্তর বা বিক্রি করে, তাহলে এরূপ বিক্রেতা তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন অথবা অর্থদণ্ড অথবা উভয় প্রকারের দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া অনুরূপভাবে টিকিটের ক্রেতা অন্যের টিকিট ব্যবহার করলে অথবা ব্যবহার করার চেষ্টা করলে তিনি একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়ার জন্য দণ্ডিত হবেন।

