আন্তর্জাতিক ডেস্ক::সফলভাবে শেনঝু-১২ রকেট উৎক্ষেপণ করেছে চীন। এটি গত ৫ বছরের মধ্যে দেশটির প্রথম মহাকাশে মানব পাঠানোর মিশন। শেনঝু শব্দের অর্থ স্বর্গীয় যান। বৃহস্পতিবার জিউকুয়ান স্যাটেলাইন লঞ্চ সেন্টার থেকে এর উৎক্ষেপণ করা হয়। এটি গিয়ে যুক্ত হয় চীনের মহাকাশ স্টেশনের সঙ্গে। উৎক্ষেপণের ৭ ঘন্টার মাথায় এটি মহাকাশ স্টেশনে পৌঁছায়। এটিকে বহন করে নিয়ে যায় লং মার্চ-২এফ রকেট।
Thank you for reading this post, don't forget to subscribe!আল-জাজিরার খবরে বলা হয়েছে, রকেটে পাঠানো ওই মহাকাশচারীদের নাম নি হেইশেং, লিউ বোমিং ও তাং হংবো।
এম/
চীনের মহাকাশ প্রোগ্রামের ডেপুটি পরিচালক চেন শাঙুয়াং বলেন, পুরো মিশনটি ছিল একদম ঠিকঠাক। এটি আমাদের জন্য প্রথম পদক্ষেপ। আরো অনেক চ্যালেঞ্জ রয়েছে সামনে। মহাকাশচারীরা সেখানের প্রধান মডিউলে অবস্থান করবেন। আগামি ৩ মাস তারা সেখানে থাকবেন।

