ডায়াল সিলেট ডেস্ক:-

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে ।

দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ দেশের বাইরে থেকেও করতে পারে। আমরা সব বিষয়ে সতর্ক আছি। নির্বাচনে কাজ করার সক্ষমতা পুলিশের রয়েছে। দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

খাগড়াছড়ির ঘটনা নিয়ে তিনি বলেন, ধর্ষণের ঘটনার খবর পাওয়ার আধা ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের কোনো গাফিলতি না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে।

দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে বাহারুল আলম বলেন, সারাদেশে গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা রুজু হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে।

আইজিপি বলেন, এ সময়ের মধ্যে ঘটনাগুলো কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এজন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে।

এদিকে, মঙ্গলবার সকালে ধানমন্ডিতে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে র‍্যাব ২-এর অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।

তিনি আরও বলেন, এরার পূজা উৎসব নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রযুক্তিগত নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

খালিদুল হক হাওলাদার বলেন, আপনারা গুজবে কান দেবেন না। যারা গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে আইনতব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও নেয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *