স্পোর্টস ডেস্ক :চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই আসরে ফিক্সিংয়ের ঘটনায় সন্দেহের তালিকায় আছে তার নাম
Thank you for reading this post, don't forget to subscribe!এ কারণে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘মিস্টার এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে।’

