২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষেধাজ্ঞা শেষে সাকিব ফিরে পেলেন শীর্ষ মসনদ

ডায়ালসিলেট ডেস্কঃঃ

নিষেধাজ্ঞা শেষে ফিরেই সাকিবের বাজিমাত। আবারো দখলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডারের সাম্রাজ্য। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের দেশে ফেরার খবরে যখন দারুণ উচ্ছ্বসিত টাইগার ভক্তরা, ঠিক তখনই আনন্দের মাত্রা দ্বিগুণ হয়েছে। সাকিবের ফিরে আসাকে আরো রঙিন করেছে আইসিসির র‍্যাঙ্কিং প্রকাশ। কেননা এই তালিকায় আবারো মসনদ ফিরে পেয়েছেন তিনি।

আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার ‍ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান। সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৩। এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩০১। আর ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ইংল্যান্ডের ক্রিস ওকস।

এর আগে, ২০১৯ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে। চলতি বছর ২৯ অক্টোবর শেষ হয়েছে তার নিষেধাজ্ঞা।

নিষিদ্ধ হওয়ার পর গেল বছর নভেম্বরই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন সাকিব আল হাসান। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দ্রুতই চুক্তিতে ফিরবেন বলে শুক্রবার ( ৩০ অক্টোবর ) জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তার অন্তভুর্ক্তি যেমন ব্রান্ড ভ্যালু বাড়াবে বোর্ডের, সেই সাথে খেলার মাঠেও প্রভাব ফেলবে, বিশ্বাস সাবেক এই অধিনায়কের। তবে নভেম্বরেই নাকি ২০২১ এর চুক্তিতে ফিরবেন তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বোর্ড।

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের এখন মাঠে ফিরতে বাধা নেই। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেন, যদিও জাতীয় দলের পরবর্তী খেলা জানুয়ারিতে। তখনই ঘোষণা হবে ২০২১ সালের নতুন চুক্তিও। সে কারণে নভেম্বর থেকেই সাকিব চুক্তিতে ফিরবেন নাকি অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে টিম স্পন্সরের খোঁজে থাকা বিসিবির জন্য সাকিবের ফেরা যে আলাদা ব্রান্ডিং-সেটা বিশ্বাস করে বোর্ড।

উল্লেখ্য, বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে ফিরেই মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু করবেন তিনি।