দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত একদিনের ব্যবধানে তাপমাত্রা দশমিক ৬ ডিগ্রি কমে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
Thank you for reading this post, don't forget to subscribe!
শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
অন্যদিকে সকাল ১১টার দিকে সারাদেশের তথ্য নির্ণয় শেষে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় বলে আবহাওয়া অফিস জানায়। একই দিন দুপুর ১২টার সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন ধরে উত্তরের এই সীমান্ত উপজেলায় তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। চলতি মৌসুমে টানা ১১ দিন দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শেষে একদিন বিরতি থাকার পর শনিবার (৬ নভেম্বর) আবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

