
ডায়ালসিলেট ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের সর্বস্তরের জনগণদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এনেসথেসিয়ালজিস্ট সিলেট শাখার সহ-সাধারণ সম্পাদক এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কনসালটেন্ট ডা.এইচ আহমদ রুবেল।
ডা.এইচ আহমদ রুবেল বলেন. মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দ দিনটি ধনী-গরিব সকলে মিলে এক কাতারে শামিল হয়ে সুখ-দু:খ আনন্দ ভাগাভাগি করে নেয়া। ঈদ শান্তি, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির মহৎ শিক্ষা দেয়।তাই ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সমৃদ্ধি।সবাইকে ঈদ মোবারক।