ডায়ালসিলেট ডেস্ক::সিলেটে ফের অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিকদের উপর দায়ের করা মামলা প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। সিলেট বিভাগ সড়ক শ্রমিক ফেডারেশন স্থানীয়ভাবে এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে সিলেটে কোনো যানবাহনই চলছে না। এ কারণে সকাল থেকে বিভিন্ন স্থানে যাত্রীদের দুর্ভোগ লক্ষ্য করা যায়। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার যাত্রীরা আটকা পড়েন। সকালে সিলেট শহরতলীর চন্ডিপুল এলাকায় অবস্থান নেন শ্রমিকদের একাংশ। এ সময় সিলেট সুনামগঞ্জ সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বাধা দিতে দেখা যায়। ধর্মঘট আহবানকারী শ্রমিকদের দাবি হচ্ছেÑ সিলেট জেলা অটোরিকশা চালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, মেয়াদ উত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিকশসহ সকল প্রকার গাড়ির পার্কিং ব্যবস্থা করা।
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট এস/

