বিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার ‘গ্ল্যামার গার্ল’ পরীমনি অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন। সামাজিক মাধ্যমে এখন ১৬ মিলিয়ন অনুরাগী অনুসরণ করছে এই তারকাকে!
Thank you for reading this post, don't forget to subscribe!
ঢাকাই চলচ্চিত্রে হোক কিংবা ব্যক্তিগত জীবনে, প্রতিনিয়ত আলোচনার মাঝেই থাকেন পরীমনি। তবে নিজেকে নিয়ে বিগত কয়েক বছরের সমস্ত আলোচনা-সমালোচনাকে পাশ কাটিয়ে দুর্বার গতিতে সামনে এগিয়ে চলছেন এই নায়িকা। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরেছেন নায়িকা।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিজের আধিপত্য দেখালেন অভিনেত্রী। ফেসবুকে অনন্য এক রেকর্ড গড়েছেন পরী। নায়িকার ভেরিফায়েড পেজ ফেসবুক পেজের অনুসারী এখন ১৬ মিলিয়ন। মানে এক কোটি ৬০ লাখ ফেসবুক ব্যবহারকারী ফলো করছে অভিনেত্রীকে।
বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজ থেকে ফলোয়ারদের ধন্যবাদও জানিয়েছেন পরী। তিনি লিখেছেন, ‘১৬ মিলিয়ন ভালোবাসা। ধন্যবাদ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার চিহ্ন।

