Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: সম্প্রতি টাঙ্গাইলে আলোচিত নায়িকা পরীমনি জনতার বাধার মুখে শোরুম উদ্ধোধনের অনুষ্ঠান বাতিল করেন। এবার রাজধনীতেও এমন পরিস্থিতির সম্মুখীন হলেন ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস।
জানা গেছে, বুধবার ঢাকার কামরাঙ্গীরচরের সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীরচর থানায় গিয়ে অভিযোগ করেন। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান।
তিনি গণমাধ্যমকে বলেন, স্থানীয়রা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেন।
থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয় কয়েকজন ভিডিও প্রকাশ করেন।
সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন, অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছেন। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি- এই কামরাঙ্গীরচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি নায়িকা অপু বিশ্বাস।
