ডায়ালসিলেট ডেস্ক :: বর্তমানে পাকিস্তানে দায়িত্ব পালনরত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানকে পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারিক আহসান পর্তুগালে বর্তমানর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর স্থলাভিষিক্ত হবেন। গত বেশ কিছু দিন ধরে লিসনে প্রবসারীরা বর্তমান রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে দুর্ব্যবহার, স্বজনপ্রীতি, অনৈতিক ব্যবসা সহ বিভিন্ন অভিযোগে দূতাবাসের সামাজিক যোগাযোগ পেজে সোচ্চার ছিলেন। মেয়াদ শেষ হওয়ার কারণেই রাষ্ট্রদূত পরিবর্তন করা হচ্ছে।
তারিক হাসান বিসিএস নবম ব্যাচের (পররাষ্ট্র) ক্যাডার। বর্তমানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কর্মজীবনে তারিক আহসান শ্রীলঙ্কা, নিউইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা (আইও) অণুবিভাগের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
তারিক আহসান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে পোস্ট-গ্রাজ্যুয়েট ডিপ্লোমা করেছেন। তিনি নিউইয়র্ক ও সিঙ্গাপুরে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন।

