ডায়ালসিলেট ডেস্ক;:
Thank you for reading this post, don't forget to subscribe!মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ।
স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজ শেষ হয়েছে। সিলেটে আটকে যাওয়া পারাবত ট্রেনটিও ছেড়ে আসছে।
এর আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শনিবার বেলা ২টায় ভাটেরা সিগনাল এলাকায় পৌঁছার পর একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ওয়াগনের ৭টি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে রেলপথ বন্ধ থাকার প্রায় ২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছিল।

