ডায়াল সিলেট ডেকস
Thank you for reading this post, don't forget to subscribe!পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মাঠে খুঁজে পাওয়া একটি মর্টার শেলকে খেলনা ভেবে ঘরে নিয়ে গিয়েছিল একদল শিশু। কিন্তু, হঠাৎই সেটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ৫ শিশু। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ১২ জন।
শনিবার (২ আগস্ট) মর্মান্তিক এ ঘটনাটি ঘটে খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলার সোরবন্দ গ্রামে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, শিশুরা মাঠে খেলছিল, সে সময় তারা মর্টার শেলটি খুঁজে পায়। খেলনা ভেবে সেটি গ্রামে এনে খেলতে থাকে তারা, কিন্তু কিছুক্ষণ পরেই সেটি বিস্ফোরিত হয়।
এ ঘটনায় পুলিশের মুখপাত্র আমির খান বলেন, নিহত ও আহত শিশুদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

