২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি বলছে, ১১ মে থেকে ছুটিতে গেছেন সৈয়দ আহমেদ মারুফ। বাংলাদেশের বাইরে রয়েছেন তিনি। ওই সময়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ। তবে কী কারণে তিনি ছুটিতে গেছেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তার ঢাকা ছাড়ার বিষয়ে নানা রকম গুঞ্জন রয়েছে।