Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: পাকিস্তানে কোথাও আজ (শুক্রবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলস্বরূপ দেশটিতে আগামী ২ মার্চ (রোববার) প্রথম রোজা পালন করা হবে।
শুক্রবার রমজান মাসের চাঁদ দেখার জন্য পেশোয়ারে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কমিটি ঘোষণা করে যে চাঁদের কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। খবর এক্সপ্রেস নিউজ-এর।
দেশটির বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার জন্য জোনাল কমিটিগুলোও বৈঠক করে, যেখানে আবহাওয়া বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তবে করাচি, লাহোর, ইসলামাবাদ বা কোয়েটা থেকে চাঁদ দেখার কোনো প্রতিবেদন পাওয়া যায়নি, এবং এই তথ্য কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা অবশ্য আগেই জানিয়েছিল যে চাঁদের দৃশ্যমানতার হিসাব অনুযায়ী ২০২৫ সালের রমজান ২ মার্চ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
