ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মামার বিয়ের দাওয়াত খেতে এসে ৫ বছর বয়সী রুহান আহমদ নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের গোলাপপুর গ্রামে এ মর্মান্তিক ঘটে। শ্রীমঙ্গল ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গলের বাসিন্দা নিহত শিশুর নানা ইব্রাহিম মিয়া (৫৫) জানান, আমার ছেলে ইমদাদুল হক সাদেক ওমানে থাকে। বিদেশ থেকে ভিডিও কলে ছেলের বিয়ে অনুষ্ঠান ছিল আজ। বিয়ের দাওয়াত খেতে আমার মেয়ে তার জামাই ও তাদের একমাত্র পুত্র রুহানকে নিয়ে আমার বাড়িতে আসে। দুপুরে আমরা একসাথে বিয়ে বাড়িতে যাই। বিয়ে বাড়িতে হঠাৎ করে আমার নাতি নিখোঁজ। আমরা তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশ ও পুকুরে খোঁজা-খুঁজি শুরু করি। অনেক খোঁজাখুজির পর হঠাৎ একজন পুকুরে তাকে দেখতে পায়। সাথে সাথে আমরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গলস্থ সাধন ঘোষের মুক্তি মেডিকেয়ার ক্লিনিকে নিয়ে যাই। সেখানে ডাক্তার না থাকার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। নিহত শিশুর নানা ইবরাহিম মিয়া জানান, আমার মেয়ের শশুর বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। নিহত শিশুর পিতার নাম জহিরুল হক রাসেল। তিনি ডাচ বাংলা ব্যাংকের বিশ্বনাথ সিলেট ব্যাঞ্চে চাকুরি করেন। শিশু রুহান তার একমাত্র সন্তান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!
