২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পিএমএলএনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলেন মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক :: পিএমএলএন সভাপতি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মরিয়ম নওয়াজকে মনোনীত করেছেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেহবাজ মরিয়মকে দলের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেওয়া হয়েছে। পাশাপাশি দলের প্রধান সংগঠক হিসেবেও তাকে নিয়োগ করা হয়েছে।
পিএমএলএন’র এক মুখপাত্র বিজ্ঞপ্তিটি শেয়ার করে বলেছেন যে নতুন দায়িত্ব অনুসারে, মরিয়ম নওয়াজ দলের শ্রেণিবিন্যাসের সমস্ত স্তর পুনর্গঠন করবেন।
-সূত্র : দ্য নিউজ