ডায়ালসিলেট ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামসহ পুরো পরিবার।
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তার করোনা পজিটিভ আসে। একইসঙ্গে তার বাবা, মা, স্ত্রী ও পুত্রও করোনায় আক্রান্ত হয়েছেন।
জাহিদুল ইসলাম জানান, গত শুক্রবার তার বাবার করোনা শনাক্ত হয়। এরপর বাবাকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করেন। শনিবার থেকে তিনিসহ আমার পরিবারের সদস্যদেরও উপসর্গ দেখা দেয়। রবিবার নমুনা পরীক্ষা করিয়ে আমাদের করোনা শনাক্ত হয়।
তিনি বলেন, আমি এখন বাবাকে নিয়ে শামসুদ্দিন হাসপাতালেই রয়েছি। পরিবারের আক্রান্ত অন্য সদস্যরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। নিজেসহ পরিবারের অসুস্থ সকলের জন্য দোয়া চেয়েছেন তিনি।

