আন্তর্জাতিক ডেস্ক :এই প্রথম বার কাচের সেতু তৈরি হল ভারতে। তামিলনাড়ুর কন্যাকুমারীতে কাচের সেতুটি তৈরি হয়েছে।  ৭৭ মিটার দীর্ঘ বাউস্ট্রিং আর্চ ব্রিজের  উদ্বোধন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। যা সমুদ্রের উপর বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং ১৩৩ ফুট উঁচু তিরুভল্লুভার মূর্তিকে জুড়ে দিল। এবার পায়ে হেঁটেই এক স্মৃতিস্তম্ভ থেকে অন্য স্মৃতিস্তম্ভে পৌঁছে যেতে পারবেন পর্যটকেরা।  ঝকঝকে কাচের নীচে নীল-সাদা সমুদ্র সফেন। দু’চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ। আর ক্যামেরা নিয়ে সেতুর উপর উঠলে তো কথাই নেই। স্ট্যালিন নিজে সেতুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় স্ট্যালিন লেখেন, ‘বিবেকানন্দ স্মৃতিসৌধ এবং আইয়ান বল্লুবর মূর্তির মাঝে কাচের সেতুটির উদ্বোধন হল’। সোশ্যাল মিডিয়ায় নবনির্মিত কাচের ওই সেতুর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেতু উদ্বোধন করে  তার উপর দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও পৌঁছান স্ট্যালিন। দেশের প্রথম কাচের সেতুটি তৈরি করতে ৩৭ কোটি টাকা খরচ হয়েছে। ৭৭ মিটার দীর্ঘ সেতুটির প্রস্থ ১০ মিটার। এই সেতুর নকশা অত্যন্ত আধুনিক এবং দর্শনীয়, যা আপনাদের ‘বার্ড আই ভিউ’ দেবে। দূর থেকে দেখলে সেতুটিকে ধনুকের মতো লাগবে। এতদিন এক জায়গা থেকে অন্যত্র যেতে ফেরি পরিবহনই ছিল ভরসা। কন্যাকুমারী জেটি থেকে ফেরি ধরে পৌঁছতে হতো বিবেকানন্দ স্মৃতিসৌধে। সেখান থেকে আবার তিরুবল্লুবর মূর্তি। কাচের সেতু তৈরি হওয়ার পর, হেঁটে গন্তব্যে পৌঁছনো সম্ভব। এতে সময়ও কম লাগবে। সঙ্গে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করার সুযোগ।  কাচের সেতুটির উপরের অংশ ধনুকের মতো। সমুদ্রের নোনা বাতাস, প্রতিকূল আবহাওয়াও সেতুটির ক্ষতি করতে পারবে না। এই সেতুর তৈরি হওয়ায়, পর্যটকদের সংখ্যাও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সূত্র : হিন্দুস্থান টাইমস

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *