বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রাজ্যের হর্টিকালচার সেন্টারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতীয়া ও সহকারী পরিচালক ড. দীপক বৈদ্যের নেতৃত্বে আসা প্রতিনিধি দল আনারসের চালানটি ভারতীয় সহকারী হাইকমিশন চট্রগ্রামের প্রতিনিধি নবুল সোণোয়ালের হাতে তুলে দেন।
এর আগে, গত ১৫ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৫০০ কেজি হিমসাগর আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন।
ত্রিপুরার হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্তের বহিঃপ্রকাশ হচ্ছে ফল আদান-প্রদান। আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন। আমরা এ আনারস পাঠিয়ে গর্ববোধ করছি। আশা করছি, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে।
আনারস হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, আখাউড়া আইসিপি কমান্ডার হাবিলদার মো. শাহআলম প্রমুখ।

