দক্ষিণ সুরমায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহিলের চেক বিতরণ
Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান বিতরণ সহ বিভিন্ন সুযোগ সুবিদা প্রদান করছেন। যাতে অসুস্থ মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে। তাই দেশের ও জনগণের স্বার্থে আবরো প্রধামন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমায় আনতে হবে।
শনিবার বিকালে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ এমপির কার্যালয়ে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য এমপি হাবিবুর রহমান হাবিব এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্যের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তোয়াজিদুল হক তুহিন চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজ্জাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ কাজল লস্কর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান আতিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন দেবনাথ সাগর, সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিক রহিমা বেগম, সদস্য শাহ আলম, লায়েক আহমদ জিকু, কালাম হোসেন, ইকরাম হোসেন বখত, তাহসিন আহমদ দীপু, কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রানা, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ছালেহ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ সভাপতি জয়নাল আবেদীন, দক্ষিণ সুরমা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেদনা বেগম, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা বদরুল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম. জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা দুলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ৫০ জন রোগীকে আর্থিক সাহায্যের চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব।

