মনজু বিজয় চৌধুরী: বৃটিশ রাজা তৃতীয় চার্লস এর রাজ্যভিষেক এ যোগ দিতে আসা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন স্কটিশ পার্লামেন্টে ইতিহাসের ১ম বাঙ্গালী সংসদ সদস্য ও মাননীয় ছায়া মন্ত্রী আলহাজ্ব ফয়ছল হোসেন চৌধুরী এমবিই।
Thank you for reading this post, don't forget to subscribe!ইংল্যান্ডে ক্লারিজ হোটেলে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অবস্থান কালে সাক্ষাত করার সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ মোঃ আবদুল মোমেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও বৃটেনের রাজনৈতিক অবস্থা সম্পর্কে সামগ্রিক আলোচনা হয় এবং পাশাপশি স্কটল্যান্ড ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরো উন্নত করার লক্ষে বিভিন্ন বিষয় ও ধিক নিয়ে মতবিনিময় করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় এমপি ফয়ছল চৌধুরীর মাধ্যমে স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান।

