বিনোদন ডেস্ক::নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। লকডাউনের মধ্যে নিজেকে নতুন সিনেমার জন্য প্রস্তুত করেছেন। এবার নতুন লুক নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘গলুই’। শাকিব খান বলেন, নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। চলতি মাসের ২০ তারিখ থেকে সিনেমার শুটিং শুরুর কথা। এর শুটিং হবে জামালপুরের যমুনার চর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। ২০২০-২১ অর্থবছরে সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। এটি পরিচালনা করবেন এস এ হক অলিক। ছবিতে শাকিবের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে থাকছেন পূজা চেরি। সিনেমার একটি গানে ইতিমধ্যে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু। এদিকে, শাকিব খান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও চালু করেন। গত বছরের নভেম্বরের শেষদিকে শাকিব খান ছবি ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম ব্যবহার শুরু করেন। সম্প্রতি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি ভেরিফায়েড করেছে। ‘গলুই’ ছাড়াও সামনে শাকিব খান আরও বেশকিছু সিনেমার কাজ শুরু করবেন। প্রস্তাব পেলেও তিনি নতুন কোনো সিনেমা এখনই চূড়ান্ত করেননি।
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট এম/

