ডায়ালসিলেট ডেস্কঃঃ বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।
Thank you for reading this post, don't forget to subscribe!দেশটিতে করোনা সংক্রমণের ‘সর্বোচ্চ ঝুঁকিতে’ থাকা ব্যক্তিদেরকে আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিন দেয়া হবে। খবর বিবিসি ও গার্ডিয়ানের
ব্রিটিশ রেগুলেটারি কমিটি বলেছে, ফাইজারের এ টিকা করোনার বিরুদ্ধে লড়তে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর।
যুক্তরাজ্য ইতোমধ্যে ফাইজারের টিকার ৪০ মিলিয়ন ডোজের আদেশ দিয়ে রেখেছে।
ফাইজার ও বায়োএনটেকের এই করোনাভাইরাসের টিকা দ্রুততম সময়ে তৈরি পৃথিবীর টিকাগুলোর মধ্যে অন্যতম। এটি বাজারে আনতে মাত্র ১০ মাস সময় লাগল।
করোনার টিকার ব্যবহার শুরু হলেও বিশেষজ্ঞরা করোনা রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলেছেন। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে বলেছেন তারা।
এছাড়া করোনার লক্ষণ দেখা দিলে সাথে সাথে পরীক্ষা করে আইসোলেশনে থাকতে বলেছেন বিশেষজ্ঞরা।

