২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনের আল কুদস শহরের গভর্নরকে আটক করেছে ইসরাইল।

আর্ন্তজাতিক ডেস্ক::   ফিলিস্তিনের আল কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারও আটক করেছে ইসরাইলি বাহিনী।

গতকাল রোববার সকালে আদনান গেইতের বাড়িতে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী এবং তাকে আটক করে। তাকে কেন আটক করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়; তবে এ ব্যাপারে ইসরাইলি পুলিশ আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালে আদনান গেইত আল কুদস শহরের গভর্নর হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী দেশ ইসরাইল তাকে ১৭ বার আটক করেছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা অবস্থায় আদনান গেইতকে পুলিশ এস্কর্ট দিয়ে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে।