ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!ছাতকে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ছাতকের জাউয়াবাজার কলেজ মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইগাঁও স্কুল ও খরিদিচর আলীম মাদ্রাসার মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার শেষ সময়ে পাইগাঁও স্কুল পরাজিত হলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়।
এতে খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় শিক্ষার্থীরা কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচসহ ব্যাপক ভাঙচুর চালায়।সংঘর্ষের ঘটনায় কলেজে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হযরত আলী সংঘর্ষেরবে তথ্যটি নিশ্চিত করে বলেন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলাকে কেন্দ্র করে জাউয়া বাজার কলেজ মাঠে খরিদিচর মাদ্রাসা ছাত্র এবং পাইগাও স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

