ডায়াল সিলেট ডেস্ক :: চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। অবশ্য, এখনো শিডিউল না পাওয়ায় তাকে কবে নাগাদ সিঙ্গাপুর নেওয়া হবে তা চূড়ান্ত নয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
রবিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, উনার (খন্দকার মোশাররফ) শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। তাই সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে নিয়ে যেতে ভিসা পাওয়া ও চিকিৎসকদের শিডিউল পাওয়ার কিছু বিষয় রয়েছে।
গত কয়েক মাস ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খন্দকার মোশাররফ। এর আগে, গত বছর সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আসেন বিএনপির এই নেতা।

