ডায়াল সিলেট ডেস্ক :: ফ্রান্সের সিরামিক জাদুঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, জাদুঘরটিতে চুরির ঘটনায় অন্তত ৯৫ লাখ ইউরোর মালামাল খোয়া গেছে।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে এ ঘটনা ঘটেছে। ফ্রান্সের লিমোজেস শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

পুলিশ জানিয়েছে, লিমোজেসের প্রাণকেন্দ্রে অবস্থিত আদ্রিয়েন ডুবুচে ন্যাশনাল মিউজিয়ামে দুটি চীনামাটির ফুলদানি চুরি হয়েছে।

 

পুলিশের একটি সূত্র এএফপিকে বলেছেন, স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টায় জাদুঘরটিতে অ্যালার্ম বেজে ওঠে।

 

ফরাসি ম্যাগাজিন ‘প্যারিস ম্যাচ’ এক প্রতিবেদনে জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্রগুলো অস্থায়ীভাবে প্রদর্শনীর জন্য ব্যক্তিগত সংগ্রহকারীর কাছ থেকে ধার হিসেবে নিয়ে আসা হয়েছিল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *