মনজু বিজয় চৌধুরী: ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া টিটিএন কার্যালয় পরিদর্শন করেছেন।
শনিবার রাতে টিটিএন কার্যালয়ে আসলে দেবেশ বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান টিটিএনের এডিটর ইন চীফ জাহেদ সরওয়ার সোহেল,বার্তা প্রধান তৌফিক লিপুসহ টিটিএনের সহকর্মীরা।
পরিদর্শনকালে, দেবেশ বড়ুয়া সাংবাদিকতার মধ্য দিয়ে বিশ্ব বুকে কক্সবাজারের সম্ভাবনা কে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখার আহবান জানান। এসময় ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, চট্টগ্রামের বিশিষ্ট স্থপতি বিজয় তালুকদার। দেবেশ বড়ুয়ার পৈত্রিক বাড়ী রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া।