ডায়াল সিলেট ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রায়ে মাদক ব্যবসায়ী মো. আলা উদ্দিন আলাইকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের সাজা দিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!গত মঙ্গলবার (১৬ মে) দুপুরে জনাকীর্ণ আদালতে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক জি.আর-১৭৪/১৯ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামী আলা উদ্দিন আলাই উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ আগস্ট বড়লেখা উপজেলার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও এসআই রতন কুমার হালদারের নেতৃত্বাধীন পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে উত্তর শাহবাজপুরের কবিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তার বিপরীত পাশে নীল রঙের একটি রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত আটোরিকশা আটক করেন। তল্লাশী শেষে অটোরিকশা থেকে পুলিশ ৫৪ বোতল অবৈধ বিদেশী মদ জব্দ করে। এ সময় অটোরিকশা থেকে মাদক ব্যবসায়ী আলা উদ্দিন আলাইসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জিআরও এএসআই পিযুষ কান্তি দাস জানান, জি.আর-১৭৪/২০১৯ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে আদালত মাদক ব্যবসায়ী আলা উদ্দিন আলাইকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের সাজা দিয়েছেন। একই মামলার অপর আসামীকে আদালত বেখসুর খালাস দিয়েছেন।

