ডায়াল সিলেট ডেস্ক ॥ বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার ৫ম জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও নতুন ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
Thank you for reading this post, don't forget to subscribe!ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, মন্ত্রীর ব্যক্তিগত সহকারি কবিরুজ্জামান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ প্রমুখ।

