ডায়াল সিলেট ডেস্ক :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের যে পরিমাণ উন্নয়ন করেছে তা দেশের ইতিহাসে নজীর বিহীন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সকল ক্ষেত্রে দেশের এ অভূতপূর্ব উন্নয়ন কেউই অস্বীকার করতে পারবে না। বিরোধী দলগুলো শুধুমাত্র বিরোধীতার কারণেই বিরোধিতা করে থাকে।

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দা বাজারে অনুষ্ঠিত বিশেষ এক সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

বনমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে সরাকারি সফলতার সুবিধা জনগণ ভোগ করছে। শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ।

বাংলাদেশের উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ-২  আসনের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: শহিদুজ্জামান সরকার; নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *