ডায়ালসিলেট ডেস্কঃঃ ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উপসর্গ না থাকলেও আইসোলেশনে আছেন সানি দেওল।নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানান দিয়েছেন তিনি নিজেই। চিকিৎসকদের পরামর্শেই একা থাকছেন এ অভিনেতা। তার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে, গত কয়েকদিন তার সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে সাবধানে থাকা এবং আইসোলেশনের থাকার পরামর্শ দিয়েছেন সানি দেওল।
সম্প্রতি কাঁধে অস্ত্রোপচার হয় ৬৪ বছর বয়সী এ অভিনেতার। তারপরই হিমাচলের নিজের বাগান বাড়িতে চলে যান বিজেপির এ সাংসদ। অবসর কাটানোর সময়ই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। হিমাচল থেকে মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল এ অভিনেতার।
১৯৮৩ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন সানি দেওল। তার প্রথম সিনেমা ‘বেতাব’। নায়িকা অমৃতা সিংকে দেখা গিয়েছিল এ সিনেমায় সানির বিপরীতে। এরপর প্রায় একশ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের হয়ে প্রথমবার রাজনীতি আসেন সানি দেওল। পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে পাস করেন তিনি।

