কক্সবাজারের চকরিয়া উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১ টায় চকরিয়ার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবানঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জিহাদ (১১), তার দুই বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।
Thank you for reading this post, don't forget to subscribe!স্থানীয়রা জানান, রাত সোয়া ১১টার দিকে জাগের হোসেন মিস্ত্রীর মাটি ও টিনের ছাউনির বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় তিন শিশু ঘরের ভিতরে ঘুমিয়ে ছিল। আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর এলাকাবাসী অনেক চেষ্টা করেও তিন শিশুকে রক্ষা করতে পারেনি। তারা ঘরের ভিতরে পুড়ে মারা যায়।
এ ঘটনার বিষয়ে হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় দমকল বাহিনী সেখানে পৌঁছতে পারেনি। ঘটনার পর চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

