ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার দুপুর ২টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এর কেন্দ্রস্থল ঢাকা থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ–পূর্বে মিয়ানমারের মাউলাইক এলাকায়। রিখটার স্কেলের মাত্রা ছিল ৫। তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ ভূমিকম্প রাজধানী ঢাকা, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।
এর আগে গত বুধবারও মিয়ানমারের একই এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া ওই দিনের ভূমিকম্পও ঢাকা, চট্টগ্রামসহ উৎপত্তিস্থল থেকে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে অনুভূত হয় বলে জানা যায়।

