বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন এবং সনাক্ত হয়েছেন ২,৫২৩ জন । এনিয়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগী মোট মারা গেলেন ৫৮২ জন এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪২,৮৪৪ জন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইনে বুলেটিনে উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১,৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে সুস্থ হয়েছেন ৫৯০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৯,০১৫ জন।

