আন্তর্জাতিক ডেস্ক::ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের পরিস্থিতি আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছে। আতঙ্ক ও হতাশায় দিন কাটছে বাখমুতের বাসিন্দাদের। রুশ হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে বাসিন্দাসোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিদিনের ভিডিও আপডেটে এ কথা স্বীকার করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, রুশ সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে।
বাখমুতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জেলেনস্কি বলেন, ‘আমাদের অবস্থান সুরক্ষায় যা রয়েছে, তার সবই অব্যাহতভাবে ধ্বংস করছে শত্রুরা।’
তিনি আরও বলেন, আমাদের সেনারা যারা বাখমুট রক্ষায় লড়াই করছেন, তারাই সত্যিকারের বীর।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও এখনো ইউক্রেনীয় সেনারা তাদের অবস্থান ধরে রেখেছেন।
এছাড়া তিনি আবারও পশ্চিমা দেশগুলোর প্রতি যুদ্ধবিমান দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি পশ্চিমা দেশগুলোর যুদ্ধবিমান ইউক্রেন পায় তাহলে, ‘আমাদের দেশের সব অঞ্চলকে রাশিয়ার সন্ত্রাসবাদের কাছ থেকে রক্ষা করতে পারব।’
পশ্চিমাদের ভাষ্য, ‘কম গুরুত্বপূর্ণ’ এ শহরটির দখল নিতে গত ৬ মাস অব্যাহত হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
ডায়ালসিরেট এম/
রা।

